অ্যালামনাই রেজিস্ট্রেশন - বাবুরচর উচ্চ বিদ্যালয়

Apr 15, 2024

অ্যালামনাই রেজিস্ট্রেশন - বাবুরচর উচ্চ বিদ্যালয়

প্রিয় অ্যালামনাই

ঐতিহ্যবাহী বাবুরচর উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করার উদ্দেশ্যে প্রস্তাবিত ওয়ার্কিং কমিটির নির্দেশনা অনুসারে আমরা অ্যালামনাই তথ্য সংগ্রহ শুরু করেছি। তার অংশ স্বরুপ রেজিস্ট্রেশন এর জন্য ওয়েবসাইট এর লিংক উন্মুক্ত করা হয়েছে। আপনারা নিম্নলিখিত তথ্যের মাধ্যমে আপনাদের রেজিস্ট্রেশন সম্পূন্ন করে নিজ নিজ প্রোফাইল ড্যাশবোর্ডে লগইন করতে পারবেন। যেসব তথ্য লাগবে রেজিস্ট্রেশন এর জন্যঃ


Full Name (পুরো নাম)

Current Profession (বর্তমান পেশা )

Phone Number (ফোন নাম্বার)

Email Address (ইমেইল ঠিকানা)

Birth Date (জন্মতারিখ)

Gender (লিঙ্গ)

SSC Group (এসএসসি গ্রুপ)

Passing Year (এসএসসি পাসের সাল)

Password (পাসওয়ার্ড)



রেজিস্ট্রেশন করার জন্য নিম্নোক্ত লিংকে ক্লিক করুনঃ

Babur Char High School Alumni Association - Register (bchsaa.org)

সকল তথ্য দেওয়ার পর সাইন আপ বাটনে ক্লিক করলে আপনাদের ইমেইলে ভেরিফিকেশন এর জন্য একটি ওটিপি কোড চলে যাবে। কোডটি সাবমিট করলে এরপর আপনার রিকুয়েস্টটি এডমিন অনুমোদন এর অপেক্ষায় থাকবে। এরপর এডমিন অনুমোদন দিলে আপনি একটি ইমেইলের মাধ্যমে নিশ্চিত হতে পারবেন। এরপর আপনি আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইটে লগইন করতে পারবেন। লগিন লিংকঃ

Babur Char High School Alumni Association - Login (bchsaa.org)


আপনার প্রোফাইল ড্যাশবোর্ডে লগইন করার চাইলে আপনি অতিরিক্ত তথ্য সংযোজন করতে পারবেন এবং ওয়েবসাইটের সকল সুবিধা ভোগ করতে পারবেন।


কোন ধরনের কারিগরি সমস্যা অনুভব করলে আমাদের সাথে যোগাযোগ করুণ অথবা পেজের ইনবক্সে মেসেজ করুন।


ধন্যবাদ ও কৃতজ্ঞতায়

ওয়ার্কিং টিম

বাবুরচর উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন 

Join Our Community Now

Secure Access to Exclusive Alumni Resources

Join Community